Thursday, March 17, 2016

সময়ের প্রাপ্তি

সময়ের প্রাপ্তি
............... ঋষি
===============================================
এলোমেলো ত্রস্ত ব্যস্তসমস্ত  আটপৌরে রোজনামচা
কথাটা মিথ্যে নয় চলন্তিকা।
কিন্তু ব্যস্ততা তো জীবনের সম্পদ ,স্পন্দনের ক্রমাগত শব্দে
জানি ক্লান্তি আসে ,জানি ভাবনারা কোলাহল করে।
কিন্তু সত্যি বলছি ,তোকে  ভাবলে
ক্লান্তিরা ছুটে পালায় ,আর জীবন শতদল।

এটাও  ঠিক
প্রতিটা সময়ের কিছু ভাগ আছে।
যেমন ধর চলন্তিকা তোকে যখন জড়িয়ে ধরি
কিংবা যখন আশ্রয় খুঁজি ঠোঁট ঘষে তোর বুকে
সেটা কি শুধু চাওয়া আমাদের ?

কিছুটা পাওয়া   থাকে   মুহুর্তদের দিনলিপিতে কিছু ফটোফ্রেম
মনে গেঁথে থাকে ,মিষ্টি যন্ত্রণা হয়ে।
সেটা কি কিছু নয়
সেটা কি সময়ের প্রাপ্তি নয়।
শুধু কি যন্ত্রণা ,একটা প্রশান্তি ছুঁয়ে  তোর ঠোঁটের হাসি
সে কি আমার বাঁচা নয়।

এলোমেলো ত্রস্ত ব্যস্তসমস্ত  আটপৌরে রোজনামচা
এ যে সময়ের সংকীর্তন।
সমস্ত চরাচর জুড়ে চলন্তিকা একবার চেয়ে দেখ
অসংখ্য স্পন্দনের মাঝে ,কিছুটা হলেও সময় থাকে।
নিজের বাঁচার ,নিজের কাছে
এটা কি সময়ের অধিকার নয়। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...