Thursday, March 17, 2016

উত্তর দেও

উত্তর দেও
.............. ঋষি
=====================================================

চলন্তিকা ঠোঁট কাঁপছে কেন
সত্যি বলো ,অন্ধকারে দাঁড়িয়ে কে তোমাকে ভয় দেখায় ?
প্রেমিক ,কল্পনা ,প্রেত ,আততায়ী, ধর্ষক ,কিংবা ওই যে একলা দাঁড়ানো প্রেম
নিস্তব্ধতা চারিপাশে খানখান।
কাঁচ ভাঙছে দেওয়ালের শরীরে রক্তের গন্ধ
চুপ কেন ,উত্তর দেও।

মধ্যরাতে আকাশ চিরে ছুটে যায়
এমবুলেন্স ভর্তি ভাবনাদের চিত্কার ,শবদাহ অসংখ্য আঁকড়ানো।
তুমি সত্যিটাকে বলো চলন্তিকা
প্রতিটা বিবাহ বিজ্ঞান জানে শরীর থাকার মানে।
তুমি জানো চলন্তিকা ?
ওমা পুড়ছো কেন ? এই স্বাধীনতা নারীদের নেই।
তোমরা রমনী ,কারণ তোমরা রমনীয় রমণ তাই
সত্যি টাকে বলো।
সত্যি বলছি তোমাকে আমি চিনি না ,তবু প্রেম
আর এও জানি , প্রেম সরণির কোনো প্রান্তর নেই
শুধু শান্তি।
একটা অশান্তি বোধ
কি ঠিক বোললাম তো চলন্তিকা ?

চলন্তিকা ফুঁপিয়ে কাঁদছো কেন ?
কাঁদার অধিকার তোমার আছে ,চিত্কার করে কাঁদো।
আমি জানি অন্ধকারে একলা দাঁড়ানো প্রেমকে তুমি জড়াতে চাও
একবার চান্স নিয়ে দেখতে চাও শরীর না সোনা।
কিন্তু বুঝতে পারছি না তখন থেকে
উত্তর দেও চলন্তিকা ,কাকে তোমার চায় ?

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...