Monday, March 7, 2016

সবুজ যন্ত্রণা

সবুজ যন্ত্রণা
................ ঋষি
=====================================================
ডিজিটাল অরন্যে থাকতে থাকতে
চিনে গেছি চলন্তিকা পথ হারানোর মানে।
হাসছিস যে
পথ মানে হলো পথিকের গন্তব্যের ঠিকানা।
খালি পায়ে পথ হাঁটা আর প্রকৃতির তুই তোকারি সম্পর্কের ফাঁকে
মিডিয়ার চোখে হারিয়ে যাওয়া সবুজ যন্ত্রণা।

সবুজ সাজাচ্ছে শহর ,শুধু সাজাচ্ছে
শিক্ষায় দীক্ষিত মানুষ এগিয়ে আসছে হাতে বিবেকের মৌচাক নিয়ে।
মৌচাক থেকে অস্থিসার মৌমাছিরা খুঁজছে গণতন্ত্র
আর একদল বেজন্মা  শৈশব ঢিল ছুড়ছে।
ওরা কমপ্ল্যান খায় না ,তাই বাড়ে নি মস্তিষ্কের নিউরনে
ওরা শিখেছে শুধু মুনাফা ,লোভ আর স্বার্থপরতা।
মানুষ করতে পারে নি জানিস চলন্তিকা
এই সময়।

আর শিক্ষিত মানুষ মৌমাছিদের কামড়ে পালিয়ে মরছে
নিজের থেকে ,দেশের থেকে ,আর ওই বাচ্চাগুলোর জ্বালায় ।
যার নির্মম ভাবে হত্যা করে চলেছে গণতন্ত্র
যারা করে চলেছে ধর্ষণ ,যারা খেলে চলেছে রক্তের হোলি
শিক্ষাকে  বেশ্যার মতন রাস্তায় দাঁড় করিয়ে যারা হাসছে ফোঁকলা দাঁতে।
ওরা কি এখনো বড় হয় নি
কি বলছে এই দেশের পার্টি লিডারের ,
এটা হচ্ছে শিক্ষিত লোকেদের সুপরিকল্পিত কেঁচো খোঁড়া।

ডিজিটাল অরন্যে চলন্তিকা
শিশুগুলোকে কি মানুষ করা যায় না।
দেশের প্রধান সারির দুর্বৃত্ত বাচ্চাগুলোকে লাইন দিয়ে দাঁড় করিয়ে
কান মুলে,চাপকে শেখানো যায় না দেশের মানে।
কি ভাবে দেশ, একটা গণতন্ত্র চালাতে হয়
সেটা কি চলন্তিকা  আমরা শেখাতে পারি না। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...