Wednesday, March 9, 2016

জায়গা দখল

জায়গা দখল
................... ঋষি
=============================================
ফ্ল্যাটটা জায়গা দখল করলো
বাসা হারানো বাড়িগুলো সব ইতিহাসে ফসিল আজ।
লোকগুলো কোথা হারিয়ে গেল কে জানে
যেমন জীবন হারায়।
ঠিক তেমনি কিছু মানুষ মুখভার করে চলে গেলো
নিয়ে গেলোনা পুরনো স্মৃতি এ পাড়ার।

যারা রয়ে গেলো
তারা গাছ খুঁজে চললো চিরকাল।
কিন্তু একটার পর একটা জায়গাদখল ফ্ল্যাটবাড়ি
পাড়া আজ খালি প্রায়।
সামনের খেলার মাঠের চিত্কারগুলো সব এখন দেশলাই বন্দী
আকাশ ঢাকা ম্যারাথনে  শুধু।
পাড়া হারাবার শোক
শোক তো থাকে না বেশিদিন সেও হারিয়ে যায়।
কিন্তু চৌমাথার ক্লাবে বসা বুড়োগুলো এখনো আছে
তাস পিটছে।
আর বলছে
মুখুর্জ্যে বাবু এই পাড়ায় আপনি বোধ হয় প্রথম ছিলেন।

সামনের ফ্ল্যাটের ছায়াটা আজকাল বেড়ে যাচ্ছে
পাড়া ছাড়িয়ে ছড়িয়ে যাচ্ছে অন্য পাড়ায়।
পাড়ায় এখন অনেক মুখ ,গাড়ির শব্দ ,সময়ের হর্ন
কিন্তু সাইকেলের ঘন্টা চুপচাপ নিরীহ অভিমান।
অনেক কিছু বলছে এই পাড়া
মায়াময়  স্মৃতি আর বিশ উগরানো সময়ের কথা।  

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...