তুই আছিস তাই
................... ঋষি
============================================
আলোকবর্ষ দুরে
ভাবলেই অবাক লাগে তোকে ,চলন্তিকা।
এমন হতে পারে কখনো
আকাশ,মাটি ,আর সমুদ্র ছড়ানো মানচিত্রে আমার তুই।
আমার থেকে দূরে
এহি বাত মেইনে সোচা তা কভি আজ খেয়াল আয়া।
মুঠোফোনে জমে যায় সংঘাত
কিন্তু চলন্তিকা সত্যি কি তোকে ছাড়া ভাবা যায় একমুহূর্ত।
আমার কবিতার খাতায়
বুকের পাটাতনে রাখা তোর নিঃশ্বাসের শব্দ।
বাঁচছি তাই
হোক না ক্ষনিকের ,তোর ভাষায় বরাদ্দের জীবন।
বোঝাপড়া ,ওঠাপড়া ,উঠবোস কান ধরে ,ভেঙচি কাটে জীবন
তবু বেঁচে আছি।
তুই আছিস তাই ,মুহুর্তে ,মুহুর্তে প্রতি স্তব্ধতায়
আমার ইচ্ছার সাথে।
জানি সবটাই ক্যালকুলেটেড লাইফ
পা তুলে পা মাপি আবার রাখবো বলে।
তবে চলন্তিকা এই সভ্যতার মৃত্যু ততক্ষণ নেই
যতক্ষণ এই আকাশের সূর্য আছে।
আর আলোকরশ্মি ,এক মুঠো জীবনের স্পর্শ তুই
বেঁচে আছে ,তুই আছিস তাই।
................... ঋষি
============================================
আলোকবর্ষ দুরে
ভাবলেই অবাক লাগে তোকে ,চলন্তিকা।
এমন হতে পারে কখনো
আকাশ,মাটি ,আর সমুদ্র ছড়ানো মানচিত্রে আমার তুই।
আমার থেকে দূরে
এহি বাত মেইনে সোচা তা কভি আজ খেয়াল আয়া।
মুঠোফোনে জমে যায় সংঘাত
কিন্তু চলন্তিকা সত্যি কি তোকে ছাড়া ভাবা যায় একমুহূর্ত।
আমার কবিতার খাতায়
বুকের পাটাতনে রাখা তোর নিঃশ্বাসের শব্দ।
বাঁচছি তাই
হোক না ক্ষনিকের ,তোর ভাষায় বরাদ্দের জীবন।
বোঝাপড়া ,ওঠাপড়া ,উঠবোস কান ধরে ,ভেঙচি কাটে জীবন
তবু বেঁচে আছি।
তুই আছিস তাই ,মুহুর্তে ,মুহুর্তে প্রতি স্তব্ধতায়
আমার ইচ্ছার সাথে।
জানি সবটাই ক্যালকুলেটেড লাইফ
পা তুলে পা মাপি আবার রাখবো বলে।
তবে চলন্তিকা এই সভ্যতার মৃত্যু ততক্ষণ নেই
যতক্ষণ এই আকাশের সূর্য আছে।
আর আলোকরশ্মি ,এক মুঠো জীবনের স্পর্শ তুই
বেঁচে আছে ,তুই আছিস তাই।
No comments:
Post a Comment