স্বপ্ন দেখবো না
................ ঋষি
================================================
স্বপ্ন দেখবো না
জটিল সমীকরণের রোজনামতায় বাড়তে থাকা তাপ।
স্বপ্নেরা কি অপেক্ষায় থাকে এই দেশে
সমুদ্র প্রাচীন দিনলিপি খুলে রক্ত ভরাট উড়িষ্যার অশোকের নদী
নিভে যাওয়া চোখে শান্তির কোলাহল
চলন্তিকা প্রথম চুমু তোকে।
মনে পরে
স্বপ্ন লিখবো না তবু।
কলেজের গেটে দাঁড়িয়ে মেয়ে দেখবো ,
ঘরের দরজা বন্ধ করে ,নিজের নিয়তিচক্রে কলম্বাস হবো
তবু স্বপ্ন দেখবো না।
ভুলে যাবো ভেবেছি
স্বপ্নের পরিধি থেকে হৃদয়ের শান্তি বোধের পরিখা কাটা।
ক্রমাগত বম্বিং ওপাশের কামানের বৌদির মুখ
একদম না
স্বপ্ন না ,প্রেম না ,ভিজে যাওয়া অন্তর্বাসের সমাজ।
তবুও মনে পরে
দেশ মানে ভিজে যাওয়া রক্তে না বোঝা স্বাধীনতার মানে।
সকাল ,সন্ধ্যে কোচিং ক্লাসে হ্যাজানো সাবজেক্ট
ভিজে চুহুনিতে
চাকরির অপেক্ষা। .......চলন্তিকা।
স্বপ্ন দেখবো না
লক্ষীর কৃপায় ভরা গোয়ালে চলন্তিকা মা হলো।
তারপর কত দুধ ,,বালতি ভর্তি ,,বাতি ভর্তি
সর ,ছানা ,,মিষ্টির দোকানে চিনির দাম।
দেশটা বড্ড মিষ্টি লাগে জীবন ছাড়া
অথচ স্বপ্ন দেখবো না ,, তা হয়।
................ ঋষি
================================================
স্বপ্ন দেখবো না
জটিল সমীকরণের রোজনামতায় বাড়তে থাকা তাপ।
স্বপ্নেরা কি অপেক্ষায় থাকে এই দেশে
সমুদ্র প্রাচীন দিনলিপি খুলে রক্ত ভরাট উড়িষ্যার অশোকের নদী
নিভে যাওয়া চোখে শান্তির কোলাহল
চলন্তিকা প্রথম চুমু তোকে।
মনে পরে
স্বপ্ন লিখবো না তবু।
কলেজের গেটে দাঁড়িয়ে মেয়ে দেখবো ,
ঘরের দরজা বন্ধ করে ,নিজের নিয়তিচক্রে কলম্বাস হবো
তবু স্বপ্ন দেখবো না।
ভুলে যাবো ভেবেছি
স্বপ্নের পরিধি থেকে হৃদয়ের শান্তি বোধের পরিখা কাটা।
ক্রমাগত বম্বিং ওপাশের কামানের বৌদির মুখ
একদম না
স্বপ্ন না ,প্রেম না ,ভিজে যাওয়া অন্তর্বাসের সমাজ।
তবুও মনে পরে
দেশ মানে ভিজে যাওয়া রক্তে না বোঝা স্বাধীনতার মানে।
সকাল ,সন্ধ্যে কোচিং ক্লাসে হ্যাজানো সাবজেক্ট
ভিজে চুহুনিতে
চাকরির অপেক্ষা। .......চলন্তিকা।
স্বপ্ন দেখবো না
লক্ষীর কৃপায় ভরা গোয়ালে চলন্তিকা মা হলো।
তারপর কত দুধ ,,বালতি ভর্তি ,,বাতি ভর্তি
সর ,ছানা ,,মিষ্টির দোকানে চিনির দাম।
দেশটা বড্ড মিষ্টি লাগে জীবন ছাড়া
অথচ স্বপ্ন দেখবো না ,, তা হয়।
No comments:
Post a Comment