তোমাকে বাঁধবো বলে
................. ঋষি
================================================
আমাকে তোমার নিয়ে যেতে ইচ্ছে করে
বুকের ভিতরে করিডর বন্দী জ্যান্ত শহরে।
কোথাও একটা বাঁধন তো থাকে
বাঁধতে ইচ্ছে করে তোমাকে।
এই সভ্যতা পুরুষ পোড়ে বাঁধতে থাকায়
আর নারী সে তো শৃঙ্খলে।
নির্জীব পাথরের মত কোনো সকালে
কানে কানে কেউ যেন বলে।
না হে এ কবিতা তোমার নয় ,না হে তুমি আমার নও
ভিতর থেকে প্রতিবাদ চিত্কার করে।
রাস্তায় মোমের মিছিলে মোমগুলো ভিজে যায়
বৃষ্টি নামে।
আমি ভিজতে থাকি
মাটি,কাদা মেখে ,নিজেকে ভিজিয়ে দাঁড়ায় তোমার দরজায়।
দরজা খোল প্লিস
আমি এসেছি
তোমাকে বাঁধবো বলে।
আমাকে তোমাকে লুকিয়ে নিতে ইচ্ছে করে
পাতার পর পাতা বন্দী বর্ণমালাতে।
এলো মেল সাজানো বর্ণগুলো শহরের ল্যাম্পপোস্টে দাঁড়িয়ে
অন্ধকার দূর ভাগাও।
তুমি এসো কবিতা আমার কাছে ,আরো কাছে
যেখান থেকে মিশে থাকা যায়।
................. ঋষি
================================================
আমাকে তোমার নিয়ে যেতে ইচ্ছে করে
বুকের ভিতরে করিডর বন্দী জ্যান্ত শহরে।
কোথাও একটা বাঁধন তো থাকে
বাঁধতে ইচ্ছে করে তোমাকে।
এই সভ্যতা পুরুষ পোড়ে বাঁধতে থাকায়
আর নারী সে তো শৃঙ্খলে।
নির্জীব পাথরের মত কোনো সকালে
কানে কানে কেউ যেন বলে।
না হে এ কবিতা তোমার নয় ,না হে তুমি আমার নও
ভিতর থেকে প্রতিবাদ চিত্কার করে।
রাস্তায় মোমের মিছিলে মোমগুলো ভিজে যায়
বৃষ্টি নামে।
আমি ভিজতে থাকি
মাটি,কাদা মেখে ,নিজেকে ভিজিয়ে দাঁড়ায় তোমার দরজায়।
দরজা খোল প্লিস
আমি এসেছি
তোমাকে বাঁধবো বলে।
আমাকে তোমাকে লুকিয়ে নিতে ইচ্ছে করে
পাতার পর পাতা বন্দী বর্ণমালাতে।
এলো মেল সাজানো বর্ণগুলো শহরের ল্যাম্পপোস্টে দাঁড়িয়ে
অন্ধকার দূর ভাগাও।
তুমি এসো কবিতা আমার কাছে ,আরো কাছে
যেখান থেকে মিশে থাকা যায়।
No comments:
Post a Comment