Tuesday, March 22, 2016

শুনতে পাচ্ছো আওদিপাওস

শুনতে পাচ্ছো আওদিপাওস
............... ঋষি
======================================================
অজস্র কথাগুলো সব ফিরে আসে
স্তব্ধতা যখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে দরজার বাইরে।
তখন নিজেকে বড় অসহায় লাগে
দরজার ভিতর  তখন একটা পৃথিবী চলছে।
নিজের মতন কানে কানে
অজস্র বিশ্বাসে।

আমি কথা বলি না
শব্দ মন্ডলীর বিচারে ক্যালকাটা নাটক ফেস্টিবেলে নিজেকে স্টিকারে আটকে।
আওদিপাওস  তুমি শুনতে পারছো
মাতৃস্তনে দাঁত রেখে ছিঁড়ে যাওয়া সভ্যতার শীত্কার।
শুনতে পাচ্ছো আওদিপাওস
লালচে বোতাম বিলাসে শুয়ে থাকা মাংসল সম্ভাবনা গুলো।
লজ্জা করছে আওদিপাওস ?
আমার  করছে।
নাটকের শেষ সিন দেখে ফিরে আসা জনতা
তাদেরও কি লজ্জা করছে ?

অজস্র কথাগুলো সব ফিরে আসে
হাফ ছুটি হওয়া কোনো রৌদ্র দুপুরে শহরের রাস্তায়।
ঘেমে যাওয়া সভ্যতার কালোগলো
দরজার বাইরে নিজের মতন দাঁড়িয়ে মাথা নিচু করে।
পৃথিবী চলছে
অথচ আমি একলা এই দরজার ভিতর। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...