শব্দের সাথে
...................... ঋষি
===========================================
সমস্ত শব্দকে পুড়িয়ে ,দুহাতে ছড়ানো খই
মৃত্যুর পরে ফিরে আসা কই।
এই নিয়ে টানাপোড়েন
জীবন নাকি রৌদ্র নামক কবিতার পাতা।
হারিয়ে যায়
কিন্তু হারিয়েও কি ফিরে আসা যায়।
ধান খেতের উপর বাঁক খেয়ে নেমে আসে জ্যান্ত ঘুঘু
সুজলা ,সুফলা সকলে চাই।
মানুষের হাত খুঁজতে পান্তা ফুরিয়ে যাওয়ার গল্প
পান্তা ফুরিয়ে যায়।
যখনি মাটি দিয়ে আমি মানুষ গড়তে চেষ্টা করি
তুমি হয়ে যাও।
অসংখ্য নুনের মুখে চুমু খেয়ে
রক্ত শুষে নেও।
অথচ হৃদয় সেখানে থাকে না
উড়ো খই ,,,,,, গোবিন্দায় নমঃ।
কবিতা লেখা শেষ আবার ফেরার পালা
জন্মের পর জীবন তারপর পথ।
ফিরছি তো তোমার কাছে
আজ প্রায় মানুষের মতন ভূমিকায়।
যে শব্দগুলো বুনেছি সেগুলো বর্ণহীন ছিল
তাই বোধ হয় আছি অপেক্ষায়।
...................... ঋষি
===========================================
সমস্ত শব্দকে পুড়িয়ে ,দুহাতে ছড়ানো খই
মৃত্যুর পরে ফিরে আসা কই।
এই নিয়ে টানাপোড়েন
জীবন নাকি রৌদ্র নামক কবিতার পাতা।
হারিয়ে যায়
কিন্তু হারিয়েও কি ফিরে আসা যায়।
ধান খেতের উপর বাঁক খেয়ে নেমে আসে জ্যান্ত ঘুঘু
সুজলা ,সুফলা সকলে চাই।
মানুষের হাত খুঁজতে পান্তা ফুরিয়ে যাওয়ার গল্প
পান্তা ফুরিয়ে যায়।
যখনি মাটি দিয়ে আমি মানুষ গড়তে চেষ্টা করি
তুমি হয়ে যাও।
অসংখ্য নুনের মুখে চুমু খেয়ে
রক্ত শুষে নেও।
অথচ হৃদয় সেখানে থাকে না
উড়ো খই ,,,,,, গোবিন্দায় নমঃ।
কবিতা লেখা শেষ আবার ফেরার পালা
জন্মের পর জীবন তারপর পথ।
ফিরছি তো তোমার কাছে
আজ প্রায় মানুষের মতন ভূমিকায়।
যে শব্দগুলো বুনেছি সেগুলো বর্ণহীন ছিল
তাই বোধ হয় আছি অপেক্ষায়।
No comments:
Post a Comment