Tuesday, March 1, 2016

বন্য বসন্ত

বন্য বসন্ত
............... ঋষি
==========================================
বুকের মধ্যে বেজে ওঠে পুরনো  গিটারের শব্দ
সামনে দাঁড়ানো বসন্তর নিষিদ্ধ মহুয়ায় নেশা।
বিভোর সকালের দরজা খুলে  চলন্তিকা হাসতে থাকে
মৃদু বাতাসের প্রহসম।
প্রেমিকার মন চায় ,চায় স্পর্শ ,,চায় আলোড়ন
চায় আগুন বেঁচে থাকার সফরে।

আমার পেন্সিলে আঁকা মেঘলা নদী
কখন যেন বৃষ্টি হয়ে যায়।
সমস্ত শরীর জুড়ে স্পর্শ বন্যা,,, কোনো দুকুল ছাপানো প্লাবন
সময় পাগল হয়ে যায় ,,বন্য বসন্ত।
ভীষণ অভিমানে ,,,গভীর আদরে আমার ঠোঁটে বিদ্যুত
ছুঁয়ে দেয় তোর গভীর স্পর্ধা চলন্তিকা।
তুই সময়ের মতন হাসিস ,,আর হাসতে থাকিস
আর আমি অবাক হয়ে দেখি ,,,,তোকে।
আগুনের প্রেমে কাঁপা কাঁপা চোখে দেখা আকাশের চাঁদ
জোত্স্না ভেজা কল্পনার আস্তরণ ছিঁড়ে।
প্রকট তুই
আমার ভীষণ কাছে।

বুকের মধ্যে তুমুল প্রেমের আলোড়ন পুরনো  গিটারের শব্দ
প্রথম জল থেকে ভিজে যাওয়া মোচড়ানো তুই।
মেঘের দেশে লেখা হোক নিষিদ্ধ কাব্য
আজ বসন্ত ,,,,,,চলন্তিকার প্রেমে।
হৃদয় ভেসে যাক  ঘর্মাক্ত সময়ের আয়নার পৃথিবীতে
আর আমার বুক ভাসুক বসন্ত এই সময় তোমার ঠিকানায়।

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...