Wednesday, March 2, 2016

তুমি আর কিছুক্ষণ

তুমি আর কিছুক্ষণ
................... ঋষি
============================================
আর কিছুক্ষণ তারপর গোধুলির মিলিয়ে সন্ধ্যে
সমস্ত কথোপকথনের পরেও তোমার দরজায় দূরত্বের স্কেল
সূর্য ঢলে পরেছে অন্ধকারে মিশেছে সময়
তুমি আর কিছুক্ষণ
তারপর সেই হাঁটা পথ আর পথ হাঁটা

ভাবনার মৌচাকে ঢিল মেড়ে
গুড়ি গুড়ি অসংখ্য প্রলোভন মধু তুমি মৌচাকে রানী।
বিস্তৃত হৃদয়ের সঙ্গমে
উঠে আসা অসংখ্য প্রলোভনের অন্ধকার রাত্রি।
হাতড়াচ্ছি আমি
অসংখ্য বেদনার কামড় জ্যান্ত স্মৃতিরা।
জ্বালা হৃদয়
দড়িতে ঝোলানো অন্তর্বাস  লাল লজ্জা।
টোল পড়া গালে তল না পাওয়া স্মৃতি পথ হাঁটা
আর হাঁটা পথ এইতো জীবিত আমি।

আর কিছুক্ষণ তারপর গোধুলির লালে নিদ্রাহীন চাউনি
সমস্ত চলাচল জুড়ে ঝিম ভাঙ্গা মুহুর্তদের ভিড়।
চুপচাপ কানে কানে
আরো কাছে সময়ের পরে এক আজব নিস্তব্ধতা
ঘুমিয়ে পরছি আমি। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...