এসো মানবিকতা
.................... ঋষি
===============================================
এসো মানবিকতা
তোমার হিংস্রতা শুষে এক সমুদ্র নীরবতা দি।
জন্ম মৃত্যু হোমোস্যাপিয়ানদের কড়চা
কড়াই নেড়ে উল্টে পাল্টে জীবন।
মানুষের মুখোস পরে মানুষ মানুষ খেলি
আর নগ্ন তুমি মানবিকতা।
টেবিলে দেরাজে জমতে থাকা সার্টিফিকেটে ,শিক্ষার হদিসে
সভ্যতার শুষে নেওয়া ব্যবস্থা
,,,চাকরি কই এই বাজারে ?
ইঞ্জিনিয়ার ছেলের মাথায় ছাপোষা নকরী
কে দেবে প্রেম এই বাজারে।
শিক্ষাকে ফেরি করি কবিদের হেঁসেলে রান্না কবিতা
বাজার দর কি আছে কবিতার ?
কবির মৃত্যু হলে কে দেবে গালাগাল এই দেশকে
এই সভ্যতায় কে ধরবে লজ্জা বেআব্রু নারীর,
মেরুদন্ড কি আছে মানুষের ?
শিক্ষার পথ হেঁটে কয়েক কিলোমিটার দুরে শুয়ে থাকা চটকলে
ভো বাজে ,,,ছুটি হয় খিদে
এই খিদে মিটবে কবে ?
কবে ছুটি হবে সভ্যতা মানুষের চোখে।
এসো মানবিকতা
সদ্য জন্মানো চোখ খোঁজে ফেরে শান্তির আশ্রয়।
জন্ম মৃত্যু হোমোস্যাপিয়ানদের কড়চা
একটা গ্রাইনডারে ফেলে থেঁতলে বানায় ইতিহাস।
নব রূপে নব জন্ম হোক মানুষের
যাতে মানুষ শব্দটাকে আর গালি না মনে হয়।
.................... ঋষি
===============================================
এসো মানবিকতা
তোমার হিংস্রতা শুষে এক সমুদ্র নীরবতা দি।
জন্ম মৃত্যু হোমোস্যাপিয়ানদের কড়চা
কড়াই নেড়ে উল্টে পাল্টে জীবন।
মানুষের মুখোস পরে মানুষ মানুষ খেলি
আর নগ্ন তুমি মানবিকতা।
টেবিলে দেরাজে জমতে থাকা সার্টিফিকেটে ,শিক্ষার হদিসে
সভ্যতার শুষে নেওয়া ব্যবস্থা
,,,চাকরি কই এই বাজারে ?
ইঞ্জিনিয়ার ছেলের মাথায় ছাপোষা নকরী
কে দেবে প্রেম এই বাজারে।
শিক্ষাকে ফেরি করি কবিদের হেঁসেলে রান্না কবিতা
বাজার দর কি আছে কবিতার ?
কবির মৃত্যু হলে কে দেবে গালাগাল এই দেশকে
এই সভ্যতায় কে ধরবে লজ্জা বেআব্রু নারীর,
মেরুদন্ড কি আছে মানুষের ?
শিক্ষার পথ হেঁটে কয়েক কিলোমিটার দুরে শুয়ে থাকা চটকলে
ভো বাজে ,,,ছুটি হয় খিদে
এই খিদে মিটবে কবে ?
কবে ছুটি হবে সভ্যতা মানুষের চোখে।
এসো মানবিকতা
সদ্য জন্মানো চোখ খোঁজে ফেরে শান্তির আশ্রয়।
জন্ম মৃত্যু হোমোস্যাপিয়ানদের কড়চা
একটা গ্রাইনডারে ফেলে থেঁতলে বানায় ইতিহাস।
নব রূপে নব জন্ম হোক মানুষের
যাতে মানুষ শব্দটাকে আর গালি না মনে হয়।
No comments:
Post a Comment