Wednesday, March 2, 2016

দহন

দহন
....................... ঋষি
============================================
এ সভ্যতায় আগুন ততক্ষণ থাকবে
যতক্ষণ না আগুন আরো না জ্বলে ,,সভ্যতা পুড়ে ছাই।
ভাবনার শব্দদের বেজন্মা গলিতে
ততক্ষণ পেট ভরবে  না।
যতক্ষণ না ইতিহাসের সাইরেনে বেজে ওঠে
শ্মশানের শেষ  মুহুর্তটুকু।

আরো আগুন দেও
আরো পুড়ুক বাড়ি ,ঘর  ,মানুষ।
সভ্যতার জঙ্গলে প্রতিবাদ মরুক আরো অমানবিক মৃত্যুতে
তার সাক্ষী থাকি আমি ,তার সাক্ষী মানুষ।
অন্তরে লাগুক আগুন
আরো
আরো।
বিলোপ সভ্যতার মুখ থেকে বাড়তে থাকা খিদে
মায়ের যোনিতে মৃত সন্তানের মুখ হাসুক।
আর বলুক
সভ্যতা তুই মরে যা।

এ সভ্যতার আগুন ততক্ষণ থাকবে
যতক্ষণ না পুড়তে থাকা মানুষের চিতায় আরো কেরোসিন দেওয়া হয়।
জ্বলন যখন সমস্ত সংযমের বন্ধ ভেঙ্গে  বিস্ফোরিত হবে
তখন চারিপাশে মানুষের শরীরে অঙ্গ ,,,টুকরো টুকরো ,,রক্তাক্ত।
সেদিন এই দহন ঠান্ডা হবে
যেদিন মায়ের  মুখে লেগে যাবে সন্তানের রক্ত।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...