কার্বন কপি
............ ঋষি
==============================================
ভিজে মাটি আর উল্টোনো ঘামের সাথে মিশে
নিজের হাতের তালুতে ইকিরমিকির
টনটনে স্মৃতি।
সদ্য ভুলতে থাকা ব্যাকরণে বেঁচে থাকার মানে
বড় বেশি মিথ্যে সাজানো সময়
আয়নার সাথে পার্থক্য খোঁজা।
আয়নায় দেখেছিস নিজেকে
মৃত্যুমুখী মীরা শোকে শুকিয়া যাওয়া গোলাপ।
লাল পাঁপড়ির প্রতি ভাঁজে স্বপ্নরা ভাঙছে
কাঁটায় চুপছে রক্ত।
জীবন আঁকছে
ছবি কোনো ক্যনভাসে তোর হাতের স্পর্শে।
জেগে ওঠা যন্ত্রণা
ভালবাসার ঋতু মাসের পর মাস ফাঁকা যায়।
যুদ্ধ -বিবাদে ও ঝড়ে - শান্তির আশায়
কুয়াসা ঢাকা সকালে
গরম চায়ে ঠোঁট বন্য স্পর্শ।
ভিজে মাটি আর উল্টোনো ঘামের সাথে ইকিরমিকির
ইয়াদগার কোনো কার্বন কপি বুকের স্কেলিটনে।
জেরক্সের সময় শব্দদের যন্ত্রণা
অপেক্ষা না বলা।
কেন সময় তোর দেরাজে জমতে থাকে কোলাজ
কিংবা ক্ষত বিক্ষত গোলাপের বাসি রং।
............ ঋষি
==============================================
ভিজে মাটি আর উল্টোনো ঘামের সাথে মিশে
নিজের হাতের তালুতে ইকিরমিকির
টনটনে স্মৃতি।
সদ্য ভুলতে থাকা ব্যাকরণে বেঁচে থাকার মানে
বড় বেশি মিথ্যে সাজানো সময়
আয়নার সাথে পার্থক্য খোঁজা।
আয়নায় দেখেছিস নিজেকে
মৃত্যুমুখী মীরা শোকে শুকিয়া যাওয়া গোলাপ।
লাল পাঁপড়ির প্রতি ভাঁজে স্বপ্নরা ভাঙছে
কাঁটায় চুপছে রক্ত।
জীবন আঁকছে
ছবি কোনো ক্যনভাসে তোর হাতের স্পর্শে।
জেগে ওঠা যন্ত্রণা
ভালবাসার ঋতু মাসের পর মাস ফাঁকা যায়।
যুদ্ধ -বিবাদে ও ঝড়ে - শান্তির আশায়
কুয়াসা ঢাকা সকালে
গরম চায়ে ঠোঁট বন্য স্পর্শ।
ভিজে মাটি আর উল্টোনো ঘামের সাথে ইকিরমিকির
ইয়াদগার কোনো কার্বন কপি বুকের স্কেলিটনে।
জেরক্সের সময় শব্দদের যন্ত্রণা
অপেক্ষা না বলা।
কেন সময় তোর দেরাজে জমতে থাকে কোলাজ
কিংবা ক্ষত বিক্ষত গোলাপের বাসি রং।
No comments:
Post a Comment