তোকে ফোনে
................. ঋষি
=======================================
আজ একবার ফোন করবো তোকে ভাবছি
সকাল থেকে মাথার ভিতর শুধু তুই।
কিন্তু কি বলবো তোকে
কেমন আছিস ?
ছাপোষা মধ্যবিত্ত পোষ্যের মতন প্রশ্নটা বড় নিরীহ
কিন্তু উত্তরটা মারাত্মক ,কারণ বেশির ভাগ মিথ্যে বলে।
শোন , তুই নিজেও জানিস না ,
বুঝে না বুঝে তুই অনেকটা আলো ছড়িয়েছিস চারপাশে।
আর অনেকটা ইচ্ছা মিশিয়ে সমৃদ্ধ করেছিস আমাকে
ভুলিয়ে রেখেছিস কবিতার মত।
আমি তো ভুলতে চেয়েছি বহুদিন
ইচ্ছা করেছি নিজেকে হারাতে পৃথিবীর পথে।
ধুলোর মতন ,অনিচ্ছাকৃত ভুলের মতন
ভাঙ্গা পাথর টুকরোগুলো কুড়িয়ে।
একটা স্বপ্ন গড়তে
যেখানে ইচ্ছাগুলো নিমেষে হয়ে যায় ভিজে মাটি
আর তুই আমার তৈরী মূর্তি।
আজ একবার ফোন করবো তোকে ভাবছি
সকাল থেকে মাথার ভিতর যোগ বিয়োগ খেলা।
এখন ভাঙ্গা দুপুর নিস্তব্ধ চারিপাশ
রিং করলাম তোকে ,,,,,,,তোর গলার অপেক্ষায়।
ওপাশ থেকে এক মিষ্টি গলা বললো
বেঁচে আছিস ইচ্ছাতে ,,,,দিস লাইন ইস টেম্পোরারিলি বিজি।
................. ঋষি
=======================================
আজ একবার ফোন করবো তোকে ভাবছি
সকাল থেকে মাথার ভিতর শুধু তুই।
কিন্তু কি বলবো তোকে
কেমন আছিস ?
ছাপোষা মধ্যবিত্ত পোষ্যের মতন প্রশ্নটা বড় নিরীহ
কিন্তু উত্তরটা মারাত্মক ,কারণ বেশির ভাগ মিথ্যে বলে।
শোন , তুই নিজেও জানিস না ,
বুঝে না বুঝে তুই অনেকটা আলো ছড়িয়েছিস চারপাশে।
আর অনেকটা ইচ্ছা মিশিয়ে সমৃদ্ধ করেছিস আমাকে
ভুলিয়ে রেখেছিস কবিতার মত।
আমি তো ভুলতে চেয়েছি বহুদিন
ইচ্ছা করেছি নিজেকে হারাতে পৃথিবীর পথে।
ধুলোর মতন ,অনিচ্ছাকৃত ভুলের মতন
ভাঙ্গা পাথর টুকরোগুলো কুড়িয়ে।
একটা স্বপ্ন গড়তে
যেখানে ইচ্ছাগুলো নিমেষে হয়ে যায় ভিজে মাটি
আর তুই আমার তৈরী মূর্তি।
আজ একবার ফোন করবো তোকে ভাবছি
সকাল থেকে মাথার ভিতর যোগ বিয়োগ খেলা।
এখন ভাঙ্গা দুপুর নিস্তব্ধ চারিপাশ
রিং করলাম তোকে ,,,,,,,তোর গলার অপেক্ষায়।
ওপাশ থেকে এক মিষ্টি গলা বললো
বেঁচে আছিস ইচ্ছাতে ,,,,দিস লাইন ইস টেম্পোরারিলি বিজি।
No comments:
Post a Comment