Wednesday, March 2, 2016

অন্য ভূমিকায়

অন্য ভূমিকায়
................... ঋষি
==========================================
আমি তো থেমে গেছি বহুদিন
প্রেম ,,তুমি স্বমহিমায় পথ হয়ে এসো।
ঢিলে ঢালা আলিঙ্গনে স্তব্ধতা ছড়ানো দৈনন্দিন
তুমি বেহিসেবী মিষ্টি হাওয়ায় এসো।
থেমে যাওয়া পথ আবার খুঁজে পাক
সোহাগী সময় ,,,,ঘড়ির কাঁটার অন্তরে।

অন্ন নয় ,রক্ত নয়
এ সভ্যতা ভোগে আশ্রয় হীনতায়।
সাইকেলে ক্রিং ক্রিং যখন যৌবন ছেড়ে কলিংবেলে দাঁড়ায়
সভ্যতা লজ্জায় লুটিয়ে পরে আশ্রয় হীনতায়।
চেনা পথ যদি অচেনা হয়ে যায়
তবে পথ থেমে যায়
স্থবির ভাবনায়।
প্রেম ,,তুমি চিরকালীন ভুগে চলো আশ্রয় হীনতায়
ক্ষনিকের আলিঙ্গনে তুমি
চুপচাপ ভাবনায়।

আমি তো থেমে গেছি বহুদিন
সাদাকালো ছবিগুলো জানে রঙ হারাবার মানে।
তবু রঙিন হৃদয়
তোমাকেই চাই ,,,,প্রেম তুমি চিরকালীন ভাবনায়।
তরঙ্গ ছড়ানো ঢেউ ধাক্কা খেয়ে ফিরে আসে
ভিজে মাটি আর অন্য ভূমিকায়।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...