নতুন জন্ম
................. ঋষি
=============================================
ভালোবাসা একটা গাছের মত
আমি কখনো ভাবি নি এমন করে চলন্তিকা।
সারাজীবন ভেবে এসেছি ভালবাসা আশ্রয়
অথচ তুমি ,আমি দুজনায় ঠিক।
ভালোবাসা একটা গাছ আবার একটা আশ্রয়ও বটে
আর তার শিকড়ের গভীরতায় প্রেম।
আচ্ছা ভালোবাসার শিকড়ে কি জন্ম রাখা থাকা
অঙ্কুর ভেদ করে সদা জন্মানো ইচ্ছাগুলো
সব ভালোবাসা ,তাই না।
আর তারপর কোনো এক সময়ে বাড়তে থাকা চামড়ার ভাঁজে
অসংখ্য গহ্বরে ইচ্ছাগুলো
পাখির বাস ,পাখির কিচিরমিচির ,সাপের ফোঁসফোঁস।
সবুজ পাতার ইচ্ছা
সবকিছু টানাপোড়েন ভালোবসার সংগ্রামের।
কি হলো চুপ কেন চলন্তিকা
হাসছো।
ঠিক বলছি তো ,চলন্তিকা
এ কি আমাকে জড়িয়ে ধরলে এত কাছে।
ভালোবাসা একটা গাছের মতন
অঙ্কুর থেকে বাড়তে থাকা ইচ্ছাগুলো সময়ের সাথে।
কখন যেন ইচ্ছার মতন ফল হয়ে যায়
তারপর আবার কখন সময়ে ঝড়ে পরে বীজ।
আবার ভালোবাসা
নতুন একটা জন্ম ,,,সময়।
................. ঋষি
=============================================
ভালোবাসা একটা গাছের মত
আমি কখনো ভাবি নি এমন করে চলন্তিকা।
সারাজীবন ভেবে এসেছি ভালবাসা আশ্রয়
অথচ তুমি ,আমি দুজনায় ঠিক।
ভালোবাসা একটা গাছ আবার একটা আশ্রয়ও বটে
আর তার শিকড়ের গভীরতায় প্রেম।
আচ্ছা ভালোবাসার শিকড়ে কি জন্ম রাখা থাকা
অঙ্কুর ভেদ করে সদা জন্মানো ইচ্ছাগুলো
সব ভালোবাসা ,তাই না।
আর তারপর কোনো এক সময়ে বাড়তে থাকা চামড়ার ভাঁজে
অসংখ্য গহ্বরে ইচ্ছাগুলো
পাখির বাস ,পাখির কিচিরমিচির ,সাপের ফোঁসফোঁস।
সবুজ পাতার ইচ্ছা
সবকিছু টানাপোড়েন ভালোবসার সংগ্রামের।
কি হলো চুপ কেন চলন্তিকা
হাসছো।
ঠিক বলছি তো ,চলন্তিকা
এ কি আমাকে জড়িয়ে ধরলে এত কাছে।
ভালোবাসা একটা গাছের মতন
অঙ্কুর থেকে বাড়তে থাকা ইচ্ছাগুলো সময়ের সাথে।
কখন যেন ইচ্ছার মতন ফল হয়ে যায়
তারপর আবার কখন সময়ে ঝড়ে পরে বীজ।
আবার ভালোবাসা
নতুন একটা জন্ম ,,,সময়।
No comments:
Post a Comment