Tuesday, March 1, 2016

মৃত্যুর ছোপ

মৃত্যুর ছোপ
............... ঋষি
============================================
নখ চুবিয়ে তুলে আনা মৃত্যুকে স্বাগতম
স্বাগতম সময়ে গায়ে লেগে থাকা রক্তের ছোপগুলোকে।
ট্রেন ছেড়ে যাওয়া স্টেশনের নিস্তব্ধতার মত
কোনো মেঘলা বিকেলে মনখারাপের মুহুর্তের মত।
মৃত্যুকে আলিঙ্গন সময়ের কাঁটায়
কেমন যেন স্থির হয়ে চেয়ে থাকা।

মরছে সবাই
তবুও সকলে চেয়ে আছে আলোর দিকে।
শেষ নাভিশ্বাসে বাঁচার ইচ্ছা মানুষের সুদিনের
প্রেমিকার গালে টোলের মতন প্রিয় কিছু স্বপ্ন নিয়ে।
মানুষ বাঁচছে মরার আগে
এ কেমন বাঁচা   ?
প্রশ্ন করেছিলাম চলন্তিকা তোকে
তবে কি তুই বাঁচতে ভুলে গেলি
তুই বললি জন্ম সে তো মৃত্যুতে শেষ।
তবে আর  চিন্তা কি।
কিন্তু আমার ভাবনা মৃত্যুর আগে মৃত্যুবরণ
সে  যে ভীষ্মের মৃত্যু।

নখ চুবিয়ে তুই নেলপালিশে মৃত্যু তুলে আনলি
বললি আজকাল ভীষ্ম বলে আছেন না কি কেউ ?
সকলেই তো ভীষ্মলোচন শর্মা
আওয়াজখানা দিচ্ছে হানা দিল্লী থেকে বর্মা।
মিথ্যে নয় ,,তবু আমার বিশ্বাস নেই
তাই আমি চলন্তিকা আলো দিয়ে মৃত্যু তাড়াতে ব্যস্ত। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...